ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিলেটের গোয়াইনঘাটে ‘বোনকে গলা কেটে হত্যা’, ভাই আটক

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৮:৪৬ পিএম


loading/img

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরের আলীছড়া গ্রামে বোনকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বিজ্ঞাপন

বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত তামান্না আক্তার (১৪) ওই গ্রামের আবদুল হাসিমের মেয়ে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার জানান, তামান্নার সঙ্গে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে তাদের বাড়িতে তামান্না ও জাফরকে একসঙ্গে দেখতে পান তাজুল। এ নিয়ে সকালে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাজুল ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তামান্নাকে হত্যা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এছাড়া তামান্নার বড় ভাই তাজুল ইসলামকে (২০) আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |